Poem

নিজের ছায়ার মুখোমুখি
সারাদিন দীর্ঘ অনভ্যাস, শ্রান্তির
এত শান্ত বাড়ি যে পায়রারা
কুটো নিয়ে এখানে ওখানে

দূরে চলে গেছে সমুদ্রের
শ্বাসাঘাত,হলুদ রৌদ্রকে
ফুল ভেবে প্রজাপতি ঘোরে
কোথায় বসতে না পেরে তার
ডানায় ব্যথার মতো গান

সারাদিন প্রতিবিম্বকে একভাবে
দেখে বুঝি মুক্তি আরও দূর
আয়না-ভাঙা, পারা সব নিয়ে
পুতুলের বাক্সে রেখে আসি

এত মগ্ন বাড়ি, যে পুতুলরা
ঘরকন্না পাতিয়ে বসেছে
কাছে চলে আসে
সমুদ্রের
দীর্ঘ হাত, চাঁদের অস্তকে
সোনার খিলান ভেবে সুখ
জলরঙ্গে ঝাঁপিয়ে পড়েছে
সারাদিন নিজেরছায়াকে
দেখি আর কষ্ট পাই, মৃদু
কোথাও প্রমাণ নেই তবু
সে আমাকে ছায়া বলে ভাবে
সে আমাকে দ্বিমাত্রিক ভ্রমে
টাঙিয়ে রেখেছে আয়নায়।


[শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত]