বহুজনের বহুস্বর-এর প্রবন্ধগুলি দেশকালের মধ্যে দিয়ে এক উৎকর্ণ যাত্রা। 'পথের ডায়েরী'তে যেমন আছে পথ চলতে দেখা কোনো অঞ্চলের বাস্তব, তেমন আছে সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিবর্তনের ভাষয়স্বরূপ নানা প্রবন্ধ। গণতান্ত্রিকতা, নাগরিক অধিকার, অর্থনীতি, ব্যক্তিস্বাধীনতার অভিব্যক্তির মতো বিষয়ে চিন্তা; সর্বোপরি নানা স্বরের বিভিন্নতায় প্রতিফলিত দেশের মুখচ্ছবি।
মেধা পাটকরের সাক্ষাৎকারটি পরিবেশ নীতির উপর জরুরী চর্চা। দেশের মতন পশ্চিমবঙ্গেও নাগরিক সুরক্ষা ও অধিকারের উপর যে অভিঘাত ঘটেছে শাসকে নিস্পৃহ ক্ষমতার কেন্দ্রিকতায়, তার বিশ্লেষণও আছে একাধিক লেখায়। বিশেষ করে আর জি কর হাসঅয়াতালের নির্মন হত্যার ঘটনা ও দুর্নীতির ষড়যন্ত্রে সুপরিকল্পিত প্রশাসনিক প্রোৎসাহন এবং নাগরিক আন্দোলনের তরঙ্গ। একদিকে সাম্প্রতিক, অন্যদিকে চিরন্তর ভাবনার সূত্রে গাঁথা প্রবন্ধের সংকলন --- বহুজনের বহুস্বর।