বই বিষয়কঃ
' এই আঁধারে কে জাগে' অনিতা অগ্নিহোত্রীর ২৩টি প্রবন্ধের সংকলন। ২৫ বছরের সময়কাল জুড়ে লেখা প্রবন্ধগুলিতে প্রতিফলিত হয়েছে পরিবর্তনশীল, জঙ্গম দেশের নানা ছবি, মানুষের জীবন ও জীবিকার অনুসন্ধান, উন্নয়নের বাস্তবের সামনে প্রান্তিক মানুষের আশ্রয়হীনতার প্রশ্ন। খরার রাজনীতি, মেয়েদের বেঁচে থাকার লড়াই, আইন ও সংবিধানের প্রেক্ষাপটে দলিতদের সমানাধিকারের লঙ্ঘন --- সাম্প্রতিক সময়ের এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ । ভারতের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছে তাঁদের সংগ্রাম ও রাষ্ট্রের প্রতি জিজ্ঞাসাগুলিকে বোঝার চেষ্টা করেছেন লেখক। ভারতবর্ষের আর্থ-সামাজিক বাস্তবকে জানতে গেলে বইটি অবশ্যই পড়তে হবে।