Mahanadi is an epic novel, which weaves the lives of people settled on both sides of the mighty river Mahanadi that originates in Chattisgarh and meets the Bay of Bengal near Jagatsinghpur, Odisha. Published by Dey's Publishing in 2015, the novel was nominated for Ananda Puraskar in 2017.
বই বিষয়কঃ
ছত্তিশগড়ের ধম্তরি জেলার সিহাওয়া পাহাড়ের কোল থেকে বার হয়ে মহানদী ছত্তিশগড় ও ওড়িশার মধ্য দিয়ে হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ওড়িশার সম্বলপুরে বিশাল হীরাকুদ জলভান্ডারকে পিছনে ফেলে, সুবর্ণপুর ও বৌদ্ধ জেলার প্রত্নরঞ্জিত পটভূমি, সাতকোশিয়ার গভীর অরণ্যসংকুল গিরিখাতের মাঝখান দিয়ে বহে মহানদী অতিক্রম করেছে নয়াগড়, কটক ও জগৎসিংহপুরের সমতলভূমি, পরিশেষে পারাদীপের কাছে বঙ্গোপসাগরে তার যাত্রা শেষ।
মহানদীর দীর্ঘ যাত্রাপথে কোথাও পর্বতমন্ডিত মালভূমি, কোথাও নিবিড় অরণ্য, কোথাও জনপদ, কোথাও জনমানবহীন শূন্যতা। প্যালিওলিথিক যুগের চিহ্ন আছে তার উৎস অঞ্চলে, তাকে নিয়ে আছে প্রাচীন গীতিকাহিনী। চাষি, বুনাকার, কারিগর এসে মহানদীকূলে বসত করেছে জলের জঙ্গমতার টানে।
নদীতে বাঁধ দেওয়ার যজ্ঞে ডুবে গেছে শতশত গ্রাম, উচ্ছিন্ন মানুষ চোখের জলে বেরিয়ে পড়েছে নতুন আশ্রয় খুঁজতে। ‘মহানদী’ উপন্যাস এক চলনশীল জঙ্গম সত্তার আখ্যান, মানুষের বাঁচার সংকট ও উল্লাস যেখানে আবর্তিত হয় নদীর চলনকে ঘিরে।।