আমি যেখানেই যাই ছোটো পাঠকদের জন্য কিছু মনে করে ছবি স্মৃতি নিয়ে আসি। এই যেমন আকিমের চরিত্রটি একটি দ্বীপে চলে যাচ্ছে। এই দ্বীপ আসলে কোরাপুটের বালিমেলা অঞ্চল। ওড়িশা আর অন্ধ্রের সীমান্তে একটা পরিত্যক্ত অঞ্চল। এখানে জল আসায় এখানকার আদিবাসীরা আটকে গেছিল তবু তারা কোথাও যায়নি। আমি চেয়েছিলাম এই নতুন জায়গাটাকে ভারতবর্ষের মানুষ জানুক। আর একটা ব্যাপার আমি প্রকৃতিকে আমার লেখায় খুব গভীর ভাবে আনি। আমি মনে করি প্রকৃতি আর মানুষকে একসঙ্গে না দেখলে দেখা হয় না।