মহানদীর গতিপথ ধরে ওড়িশার বুনাকারদের সন্ধানে যাত্রা – সেও এক আবিষ্কার। ছত্তীসগড়ের ভিতর দিয়ে বয়ে ওড়িশায় প্রবেশ করতেই নদীতে বাঁধ দেওয়া হয়েছে সেই স্বাধীনতার সময়েই। কয়েকশো গ্রাম জলের তলায় চলে গেছে। এখন সেখানে সাগর সমান হীরাকুদ জলভাণ্ডার। হীরাকুদের ক্যানাল সিস্টেম সুজলা সুফলা করেছে সম্বলপুর জেলাকে।