হাতে চালানো তাঁত। সেও তো হস্তশিল্প। তাঁতশিল্পীরা সংখ্যায় যথেষ্ট বেশি। তাঁদের সমবায়, শীর্ষ সমবায় এসব নিয়ে হাতে বোনা তাঁত নিজেই বড়সড় এক প্রতিষ্ঠান। কাজেই তাঁতশিল্পকে হস্তশিল্প বললে তাঁতশিল্পীরা মুখ গোমড়া করেন। কিন্তু হাতে বোনা তাঁতেরও কিছু রকমফের আছে যা কৃশ জলধারার মতন মূল নদীর অববাহিকা অঞ্চলে বইছে। তাদের একটু আলাদা মর্যাদা দিয়ে উল্লেখ না করলে চলে না।