আমি যতদিনে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকে সচিব হিসেবে এসেছি, নতুন সরকার তার নিজস্ব কার্যপদ্ধতি নিয়ে গুছিয়ে বসেছে। সিদ্ধান্ত নেওয়ার শক্তি যে ক্রমশঃই কেন্দ্রীভূত হচ্ছে তা বুঝতে অসুবিধে হয় না। মন্ত্রীমণ্ডলের সদস্যরা আছেন, কিন্তু তাঁদের স্বাধীনতা অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। প্রধানমন্ত্রীর দফতর, যাকে ছোট করে বলা হয়, পিএমও, আগের সরকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখনও করছে, কিন্তু কাজ করার ধরনে একটা বদল এসেছে।