কলকাতার হাজরার মোড়ে ক্ষীরোদ ঘোষের বাজার। সেখান থেকে পায়ে হেঁটে বাংলা স্কুল। তারপর প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির দীক্ষা। কত পথই যে পেরোলাম আমি, জন্ম থেকেই চোখে অল্প দেখা, মুখচোরা লাজুক, এক মেয়ে। ছত্রিশ বছর ধরে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি দিলাম এমন এক জীবিকায় যাকে মানুষের কাছে পৌঁছবার রোদবাতাসের পথ বলেই জেনেছি।