• Home
  • About Me
  • Books
  • Awards & Recognitions
  • Photo Gallery
      • Back
      • Creative Writing- A Journey Together
      • India beyond the Metros
      • The Narmada Diary
      • Literary Events
      • Sharatchandra'a Home, Panitras Samtaber, West Bengal
  • Blog
  • Web Links
      • Back
      • Posts
          • Back
          • Various Writings
          • প্লাবন জল (Plaban Jal)
          • লিখতে লিখতে অথৈ দূর (Likhte Likhte Athoi Door)
          • চলন বিল (Chalon Bil)
      • Video Links
      • Instagram Links
      • Interviews
      • Book Reviews
          • Back
          • English
          • Bangla
      • Book Introductions
      • News & Reports
  1. You are here:  
  2. Home
  3. Web Links
  4. Posts
  5. Various Writings

Various Writings

  • 05Sep2017
    ভূমিকন্যাদের কথা (চতুর্থ পর্ব)

    মনে করুন, একটি নদী বয়ে যাচ্ছে। বয়ে যাচ্ছে সেই কোন্‌ কাল থেকে। কখনো তার জল বন্যায় ভাসায় মোহানা অঞ্চল, কখনো নদীর ধারে চাষের জমি জল পায় না। মানুষকে আরও একটু ভাল জীবনের সন্ধান যাঁরা দেওয়ার কথা ভাবেন, সেই সব মন্ত্রী এবং উন্নয়নের কারিগররা একদিন ঠিক করেন, নদীতে একটা বাঁধ দেওয়া যাক।

  • 29Aug2017
    ভূমিকন্যাদের কথা (তৃতীয় পর্ব)

    মোটামুটি হিসেবে দুশোর কাছাকাছি সম্প্রদায় আছে আমাদের দেশে, যারা বছরের অধিকাংশ সময় কাটায় যাযাবর হয়ে। এদের মধ্যে আছে ব্রিটিশ সময়ে ক্রিমিনাল ট্রাইব হিসেবে চিহ্নিত জনসমাজ, যারা স্বাধীন ভারতে উক্ত আইনটি বিলুপ্ত হবার পর অপরাধী এই তকমা থেকে আইনত মুক্তি পেয়েছে। আছে যাযাবর এবং অর্ধ যাযাবর সম্প্রদায়। পূর্বতন অপরাধীচিহ্নিত সম্প্রদায়ের অনেকে চাষি বা কারিগর হিসেবে বসত করেছে, এদের অনেকেই এখনও ভ্রাম্যমান।

  • 22Aug2017
    ভূমিকন্যাদের কথা (দ্বিতীয় পর্ব)

    প্রায় সাতাশ বছর আগে ডাক এসেছিল ‘মহুয়ার দেশ’ থেকে। পাঁচমাসের কন্যা আর সাড়ে ছ’বছরের পুত্রকে তাদের বাবার জিম্মায় সঁপে দিয়ে আমি চলে গিয়েছিলাম রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে সাড়ে-পাঁচশো কিলোমিটারেরও বেশি দুরত্বে সুন্দরগড় জেলায়। প্রান্তরে, অরণ্যে, গ্রামান্তরে ছড়ানো অজস্র মহুয়ার গাছ। মহুয়ার ফল, ফুল। কাঠ, বাকল সবই আদিবাসীদের জীবনচর্যার অপরিহার্য অঙ্গ।

  • 15Aug2017
    ভূমিকন্যাদের কথা (প্রথম পর্ব)

    পাতলা ছোট্ট একটা বই ছিল আমার। আজ থেকে তেইশ বছর আগে লেখা, সাক্ষরতা অভিযানের সময়। ‘রতন মাস্টারের পাঠশালা’। বইটা এখন আর পাওয়া যায় না। রতন বলে এক ছোট্ট মাস্টারমশাইয়ের গল্প। রতন নিশ্চয়ই তার আসল নাম নয়। কিন্তু ওড়িশার কেওন্‌ঝর জেলার বাঁশপান ব্লকের ছোট এক জুয়াংগ বসতিতে সেই ছিল একমাত্র বালক, যে নিয়মিত স্কুলে যেত।

  • 06Sep2016
    ওই পথবালিকার রক্ত আমাদের সবার হাতে

    রাতে ঘুমোতে যাবার আগে অনেক ক্ষণ মেয়েটির কথা ভাবি। ব্রেবোর্ন রোডের ফুটপাথ থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল চলন্ত গাড়ির মধ্যে, তার পর হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল খালের জলে। বছর বারো বয়স, নাকি খুব চালাক-চতুর ছিল না। মা-মাসির কোলছাড়া অবস্থায় বীভৎস ভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুর কয়েক মুহূর্ত আগে পৃথিবী সম্বন্ধে, জীবন সম্বন্ধে ঝাপসা ভাবে কিছু ভেবেছিল কি সে? এই রকম নাকি দুনিয়া? সাদা, ছুটন্ত গাড়ির মধ্যে এমন মানুষ থাকে? কতটা কষ্ট পেয়েছিল সে, কতটা ভয়, খালের জলে ডোবা তার শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রাণ আর কোনও দিন কি খুঁজবে পৃথিবীতে ফিরে আসার পথ?

  • 14May2016
    অতীতের অকপট, শান্ত চিত্ররূপ

    কোনও এক আশ্বিনের সকালে দীর্ঘ একটি শিউলি গাছের নীচে অনেক ক্ষণ দাঁড়িয়ে ছিলাম। এ যাবৎ যত শিউলি গাছ দেখেছি, সব ক’টিই দৈর্ঘ্যে খর্ব, গাঢ় কমলা বোঁটার সাদা ফুল ঝরে পড়ে থাকতে দেখেছি তাদের পায়ের তলায়। দীর্ঘ গাছটি উঠেছে বাড়ির পাঁচিলের মাথা ছাপিয়ে। চোখ বন্ধ করে তার নীচে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমার মাথায়, সারা শরীরে টুপটাপ ঝরে পড়ছিল অজস্র ফুল আর চেতনাকে ঘিরে ধরছিল শেফালির গন্ধ। শিউলিকে মরাঠি ভাষায় বলে ‘পারিজাত’। পারিজাত স্বর্গের পুষ্প। অনির্বচনীয় অনুভূতি।

  • 18Feb2016
    মঙ্গল তারামের জীবনে একটি দিন

    মাইকাল পর্বতশ্রেণি উত্তর হইতে দক্ষিণে বিসত্মৃত হইয়া আছে। ত্রিভুজাকার সাতপুরা পর্বতশ্রেণির পূর্বদিকের পৃষ্ঠভূমি এই মাইকাল পর্বত। ল্যাটেরাইট প্রস্তর-আচ্ছাদিত, অনুচ্চ মালভূমি-সদৃশ উপরিতল লইয়া মাইকাল জাগিয়া দেখিতেছে দক্ষিণ হইতে উত্তরবাহিনী নদীসমূহের জলক্রীড়া। নর্মদা, সোন, পা-ু, কন্হার, রিহান্দ্, বিজুল, বলস – কত নদী!

  • 01Oct2015
    ‘অবশ্যই আসব, নিজেই নেব পুরস্কার’

    আশপাশের দু-তিন কিলোমিটারের মতো এলাকা থেকে এঁরা আসেন। পঞ্চাশ জন বৃদ্ধা। কয়েক জন বৃদ্ধও আছেন। নিম্নবিত্ত, দরিদ্র পরিবারের সদস্য। অধিকাংশই পায়ে হেঁটে চলে আসেন নিজে নিজে। বাড়ির লোকজন পৌঁছে দেন কয়েক জনকে। একখানা বড় হলঘর, পাশের ঘর, বাইরের বারান্দা, সব মিলে ডে কেয়ার সেন্টার। ভাতটাত খেয়ে বারোটা নাগাদ সেন্টারে। সারা দিন এখানে কাটে। গল্পগুজব, ঠোঙা তৈরি, স্বাস্থ্যপরীক্ষাও। হালকা খাবার। শনিবার বাড়ি যাওয়ার সময় রেশন নিয়ে যান

  • 30Jan2003
    On her way

    She never came back from Sinthee bend

    On her way to watch the sunset.

    She has moved beyond earth and heaven, past the clouds.

    With grass anklets on her feet and silver wands

    By her head.

  • 25Apr2020
    শুরু হল রাতের কড়া নাড়া, ওই এল কালীপুজোর চাঁদার দল

    ঠাকুর ভাসান হয়ে যাবার ঠিক পরেই ফাঁকা প্যান্ডেলে নেমে আসত একটা অন্ধকার মন-কেমন করা। শালের খুঁটির গা থেকে লাল সাদা কাপড়ের পট্টি পেরেক বাঁচিয়ে খুলে নিচ্ছে ডেকরেটরের লোক। ধুলোর উপর পড়ে আছে প্রতিমার পায়ে দেওয়া সন্দেশের টুকরো, কার্তিকের ফেলে যাওয়া ময়ূরের পালক। ঢাকিরা রয়ে গেছে, এখন ক’দিন তারা ঘুরবে এ পাড়ার বাড়ি বাড়ি, পুরনো জামাকাপড়, টাকাপয়সা, মিষ্টি-গজা-নিমকি হাত ভরে নেবে, আমাদের আবদারে একটু বাজিয়েও শোনাত।

  • 23Aug2023
    সমাজমাধ্যমের যুগেও ‘লেখা’ বনাম ‘মেয়েদের লেখা’

    কয়েক দিন আগে এক তরুণ লেখক বলছিলেন লেখার জগতের প্রচ্ছন্ন পুরুষতান্ত্রিকতা নিয়ে। অনেক লেখক নাকি এমন ভাব করেন যে, মেয়েদের ভাল লেখাগুলি তাঁরা পড়েননি, বা তাঁদের কথা জানেন না। মেয়েদের ভাল লেখার উল্লেখ না করাটাই যেন সমাজমাধ্যমে স্বাভাবিক। বললাম, কেবল সমাজমাধ্যমে কেন, ছাপা লেখাতেও আছে। মেয়েরা অনেকটা ভূতের মতো। আছেন, লিখছেন, কিন্তু তাঁদের লেখক অস্তিত্ব সবাই দেখতে পায় না। মানুষ কেন দেখতে পাচ্ছে না, ভূত তা বোঝে না, সে ভাবে, কেন তার সঙ্গে কথা না বলে, তাকে ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে লোকজন। উত্তরে তরুণটি বলেছেন, “অদৃশ্য নন, আপনারা পারমাণবিক। পরমাণুর মতো অসীম শক্তি ধরেন।” বেশ লাগল শুনে!

Page 2 of 2

  • 1
  • 2
© 2019 - 2025 Anita Agnihotri
Developed and Maintained by Argentum Web Solutions