কোন্ পথে বাংলা? কোন্ পথে বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি?— সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তাভাবনা করেন, তাঁদের মতামত।

আলোচনায় অনিতা অগ্নিহোত্রী। যাঁর লেখা গল্প, উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক। দুই বাংলার মানুষের কাছেই যিনি একটি পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত। খোলামনে আলোচনা করেছেন ওঁরা। ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি-চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে— তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস মাত্র। মতামত আলোচকদের একান্তই নিজস্ব।

Premiered Feb 21, 2024