দিন যায়
স্তব্ধতার গর্ভজলঃ এখানে কবিতা বেড়ে ওঠে
এখানে দেয়ালা করে, অকালে ঘুমিয়ে যায় রোজ
একদিন জরায়ুর চেয়ে বড় হয়ে, রৌদ্র হয়ে গেলে
ধুলোমাখা পথ আসে কবিতার নাড়ি কেটে দিতে
তখন কবিতা খেলে, কারা যেন মেলে দেয় ধান
হেমন্ত পৃথিবী জুড়ে, কে এলায় ধান রাঙা পায়ে
ঠোঁটে ও কপালে তৃণ, কবিতা বেড়ায়, ঝাড়ে ডানা
তার মনে পড়ে দূরে স্তব্ধ কালো গর্ভজল,ঘুম
দিন যায়; ঝোড়ো চুলে সূর্যের সোনার কাঁকই।
[শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত]