Poem

পল্লবে ফুলেতে সেজে আমাদের নৌকাটি চলিল
দুয়ারে দাঁড়ায়ে পথ, তারপর সমুদ্র দুস্তর
হুলাহুলি দেয় কেউ ,অশ্রুজলে কারো মন্দ্রস্বর
ও নৌকা কোথা যাও, মাস্তুলে কাঁদে গাংচিল

এই তরণীতে ছিল আমাদের মাণিক্য ভাণ্ডার
নকশী কাঁথা , শস্য , মাটি , কবিতার কল্পদ্রুমটি
বাংলার হাসি কান্না , পৃথিবীর কুহকিনী কথা
আবহমানের ছন্দ, ছিল বিস্ময়ের পারাবার

কারার প্রাচীরে আঁকা উদ্বেলিত গাঢ় লাল জবা—
কুয়াশার মণ্ত্রণা তুচ্ছ করে উড়িবার সুতীব্র উল্লাস
বন্যায় বহিয়া চলে বিষাদের উন্মূলিত শাখা
শিখিলাম , জীবনের আলিংগনে লিপ্ত হয়ে থাকা

ঝঞ্ঝার পূর্বদিন নৌকাটি মেঘ অস্তরাগে মিশে যায়—
আমরা বিষাদ দীর্ণ, বসেছি দুয়ারে; অকস্মাৎ, জলে নৃত্যপরা
নৌকা ফিরালো মুখ। সন্ধ্যা মেঘে জ্বেলে দিয়ে প্রাণের উত্তাপ
কহিল, কোথায়, দাও ,আনিয়াছ পাথেয় কি? হলুদ গোলাপ?