Poem

সেই মেয়েটি হারিয়ে গেছে সিঁথির মোড়ে
সূর্য-ডোবা দেখতে গিয়ে। সেই মেয়েটি
ক্রন্দসী-তীর ছাড়িয়ে গেছে মেঘান্তরে।
ঘাসের ঘুঙুর লোটায় পায়ের। রুপোর কাঠি

শিয়র বাগে। কে আর তাকে মধ্যরাতে
জাগায়, সে তো ছাপিয়ে গেছে এই সময়ের
দ্বন্দ্ব-দোলন। বনের দু'হাত জ্যোৎস্না-পাতে
পিছল, তাকে ডাকতে পিছু শঙ্কা পথের।

মা সেধেছে, পা ধুবি আয়, বাবা সাঁকোর
কাছেই ছিল, হাত ধরবে। ভাই জানালায়
দাঁড়িয়ে ভাবে,গল্প বাকি। বোনটি তো ওর
এলোই না আরঃ শিহর ওঠে রাত-ইঁদারায়।

নৈঋতে চুল শুকোচ্ছিল লাল-রঙা রোদ,
ঝাপটে ছিল পাখা কিছু উদ্বাহু গাছঃ
দিক্‌ হারানোয় ঝঞ্ঝাবায়ে ও কোন অবোধ
ছাড়িয়ে গেল আকাশ রোদের আনাচ-কানাচ,

সূর্য ডোবা দেখতে গিয়ে রাতের তোড়ে
সেই মেয়েটি তলিয়ে গেছে সিঁথির মোড়ে!!





[শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত]